Site icon Jamuna Television

চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু

ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রম শুরু হয়।

প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ চলবে। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। এবারের নির্বাচনে হল সংসদের পদের জন্য ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকায় মনোনয়ন পত্র বিক্রি করা হচ্ছে।

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে৷ এরপর আপত্তিগ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আজ রোববার চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন।

অপরদিকে, চাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নতুন ৫ পদ তৈরি করা হয়েছে। যদিও মোট পদ সংখ্যায় কোনো হেরফের হয়নি। কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা ২৮।

প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/আরএইচ 

Exit mobile version