Site icon Jamuna Television

বিকেলে প্রকাশ হবে রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় সিনেট ভবনে টানিয়ে দেয়া হবে এই তালিকা।

এসময় লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বরও দিয়ে দেয়া হবে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। এরপর থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২ ভিপিসহ মোট ১৪ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাকসুতে প্রার্থী রয়েছেন ২৪৯ জন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ আর এজিএস পদে ১৬ জন রয়েছেন।

আগামী ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। যাতে মোট ভোটার রয়েছেন ২৮ হাজার ৯০৫ জন।

/এমএইচ

Exit mobile version