Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্কবার্তা উ. কোরিয়ার

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া তাদের নিজেদের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। কিম ইয়ো জং বলেন, যৌথ এই মহড়াকে হুমকি হিসেবে বিবেচনা করছে পিয়ংইয়ং। বেপরোয়া শক্তি প্রদর্শন, দেশগুলোর জন্য নেতিবাচক পরিনতি বয়ে আনবে, বলেও সতর্ক করেন তিনি।

সোমবার থেকে শুরু তিন দেশের বার্ষিক প্রতিরক্ষামূলক মহড়া ‘ফ্রিডম এজ’। পিয়ংইয়ং এর দাবি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ, নৌ ও সাইবার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিই দেশগুলোর উদ্দেশ্য। এটি স্পষ্ট উস্কানি বলেও অভিযোগ করে। তবে সিউল এবং ওয়াশিংটন বলেছে, কেবল প্রতিরক্ষার জন্যই আয়োজিত হচ্ছে এই মহড়া।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version