Site icon Jamuna Television

জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যেতে চাই না, যা দু’দিন পরে টিকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ (ফাইল ছবি)

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দু’দিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে।

তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি। এটা জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। সনদ বাস্তবায়ন করতে পারি, জনগনের কাছে প্রশ্নবিদ্ধ না হোক, এমন পদ্ধতি বের করা হোক।

তিনি আরও বলেন, নির্বাচন কোন কিছুর উপর নির্ভরশিল না। বিচার, সংস্কার যার যার মত চলবে। একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত নয়। ফেব্রয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে, জাতীয় নিরাপত্তার পাশাপাশি এটা আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে আবির্ভুত হতে পারে।

আইনি পন্থার বাইরে গিয়ে সংবিধান সংশোধনের নজির সৃষ্টি হোক সেটা বিএনপি চায় না বলেও জানান দলটির এ সিনিয়র নেতা।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

/এমএইচআর

Exit mobile version