Site icon Jamuna Television

মোদির মণিপুর সফরকে কেন্দ্র করে সমালোচনার ঝড়

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। জাতিগত সংঘাত শুরুর দুই বছরেরও বেশি সময় পর, রাজ্যটি সফর করায় বিরোধীরা তোপ দাগছেন। সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদির সমালোচনা করছেন। এদিকে, শনিবার তিন ঘণ্টার সফরে মণিপুরের চূরাচাঁদপুর ও ইম্ফলে দেয়া ভাষণে অঞ্চলটিতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

মূলত, গত ২৮ মাস ধরেই জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর। এতোদিন মণিপুর ইস্যুতে অনেকটা নীরবই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘাত শুরুর পর শনিবারই প্রথম গেলেন রাজ্যটিতে।

তিন ঘণ্টার ঝটিকা সফরে মোদি দেখা করেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে। এছাড়া রাজ্যের চুড়াচাঁদপুর ও ইম্ফলে জনসভায় অংশ নেন তিনি। এসময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, মণিপুরে যেকোনো সহিংসতা দুর্ভাগ্যজনক। এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অবিচার। মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, মণিপুর আশা ও আকাঙ্ক্ষার ভূমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুন্দর অঞ্চলে হিংসার ছায়া পড়েছিলো। কিছুক্ষণ আগে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তাদের সাথে সাক্ষাতের পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে মণিপুরের আশা ও বিশ্বাসের নতুন ভোর উদিত হতে চলেছে।

এদিকে, দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদিকে তুলোধুনো করছেন বিরোধীরা। তার সফরকে ঘিরেও হচ্ছে ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন, সংঘাত শুরুর ৮৬৪ দিন পর মাত্র তিন ঘণ্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদি। বিরোধীদের অভিযোগ, এতোদিন রাজ্যটিকে ভারতের অংশই মনে করেননি তিনি।

কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি? দুই বছরের বেশি কেটে গেছে, প্রধানমন্ত্রী এই সময়ে মণিপুরকে ভারতের অংশই মনে করেননি। যখন মণিপুরবাসীর তাকে দরকার ছিল তখন তিনি সেখানে যাননি।

স্থানীয় রাজনীতিবিদদের অনেকেও হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এমন কোনো প্রতিশ্রুতি দেননি মোদি। শান্তি নিশ্চিতে নির্দিষ্ট রোডম্যাপ চান তারা।

উল্লেখ্য, মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেয়ায় জনতাকে ধন্যবাদও জানান তিনি।

/এমএইচআর

Exit mobile version