Site icon Jamuna Television

আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে করা: শামি

আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আক্ষেপ নিয়েই একথা বলেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

ভারতীয় তারকা এ পেসার মাঠে যেমন আলোচনায় থাকেন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, তেমনি বিতর্কিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তবে, সময়ের সাথে সাথে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে।

বিবাহ বিচ্ছেদের সেই মামলা এখনও লড়ে যাচ্ছেন শামি। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন তিনি। তবে সম্প্রতি এক টিভি অনুষ্ঠান ‘আপ কি আদালতে’ জানিয়েছেন বিয়ে নিয়ে তার না বলা সব কথা।

শামি বলেন, জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যই খারাপ। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা। এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে।

এসব বিষয় নিয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হয়েছে শামিকে। জীবনের কঠিন এই মূহুর্তে সবসময় পাশে পেয়েছেন দলের সতীর্থদের। বিশেষ করে কোহলির কাছ থেকে পরামর্শও নিয়েছেন কীভাবে নিজেকে ঠান্ডা রাখা যায়। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতাও।

উল্লেখ্য, ভারতের জার্সিতে শামির আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। সেবছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও বছরের শেষ দিকে নভেম্বরে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন তিনি। পরের বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জাতীয় দলকে শামি প্রতিনিধিত্ব করেছেন আড়াইশোর বেশি ম্যাচে।

/এমএইচআর

Exit mobile version