Site icon Jamuna Television

বাণিজ্য ঘাটতি কমাতে পারলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাতে পারে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র। এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে সফররত ইউএসটিআর প্রতিনিধি দল। স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট।

তিনি আরও জানান, বোয়িং, জ্বালানি, তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার। চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামেই পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য। এই সুবিধা নিতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।

/এসআইএন

Exit mobile version