Site icon Jamuna Television

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

ফাইল ছবি

নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়– বিভিন্ন সরকারি দফতর, বাসভবন ও অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষ থামার পর সেসব স্থান থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করেছে নিহতদের মরদেহ।

এর আগে, মোট ৫২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল প্রশাসন। বিক্ষোভে আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ।

/এএম

Exit mobile version