
এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ লড়াইটা হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের ৬ রানে জেতা নিউইয়র্কের শ্বাসরুদ্ধকর সেই ম্যাচের এক বছর তিন মাস পর আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
তবে এবারের সুপার সানডেতে থাকছে ভিন্ন আমেজ। শেষ টি-টোয়েন্টি সাক্ষাতের পর দুই দলেই অনেক বদল এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে আর খেলেন না, তেমনই পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, মোহম্মদ রিজওয়ানের মত তারকারা।
এবারের এশিয়া কাপে দু’দলেরই হয়েছে উড়ন্ত সূচনা। আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে দশের উপর পজেটিভ রানরেট নিয়ে গ্রুপ এ এর শীর্ষে ভারত। পাকিস্তানও শুরু করেছে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বারের দেখায় মাত্র ৩ বারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। বাকি ১০ ম্যাচেই ছিলো ভারতের আধিপত্য।
/এসআইএন



Leave a reply