Site icon Jamuna Television

এমিতে বাজিমাত করল ‘অ্যাডোলেসেন্স’

বাংলাদেশ সময় আজ সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। এদিন এমির আসর বসেছিল লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মনোনয়নে সবচেয়ে বেশি ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’। তবে গুরুত্বপূর্ণ ৮টি পুরস্কার জিতে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। আর আসর সর্বোচ্চ ১৩ পুরস্কার জিতেছে ‘দ্য স্টুডিও’। 

/এটিএম

Exit mobile version