দখল হওয়া জায়গা উদ্ধারে অভিযান চালাবে ডিএনসিসি

|

ঢাকা শহরের লোকাল এরিয়ার জন্য মাস্টারপ্লান করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মাদ এজাজ। তিনি বলেছেন, ডিএনসিসির দখল হওয়া জায়গা উদ্ধারে চালালো হবে অভিযান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আফতাবনগর লেক ভিউয়ের নড়াই নদীর উপর বনশ্রী-অফতাবনগর সংযোগে তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ভবিষ্যত নগরায়ন ও এই অঞ্চলের মানুষের যাতায়াত বৃদ্ধি করতেই সেতুগুলোর কাজ মঙ্গলবার থেকে শুরু হবে। দ্রুত সময়ে শেষ করা হবে কাজ।

শহরের ছোট ছোট কমিউনিটির সমস্যা সমাধানে করতে গিয়ে এ সময় কিছু কাজ ব্যহত হয় বলেও জানান তিনি।

পরিকল্পনার অভাব ঢাকার সবচেয়ে বড় সমস্যা উলেখ করে মোহাম্মদ এজাজ বলেন, নতুন হাউজিংগুলোর প্লট কেন্দ্রীক চিন্তার কারণেই নানা সংকট দেখা দেয়। যেখানে গাড়ি পার্কিং, রাস্তাঘাট স্বল্পতাও তৈরি হয়। যার ফলে অতিরিক্ত চাপ পড়ে সিটি করপোরেশনের উপর৷

নতুন হাউজিংগুলোকে পরিকল্পিতভাবে কাজ করতে এই অনুষ্ঠানে আহ্বান জানান মোহাম্মাদ এজাজ৷

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply