Site icon Jamuna Television

আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক

আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

এ বিএনপি নেতার মতে, শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিএনপি।

/এমএন

Exit mobile version