Site icon Jamuna Television

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় ভোর ৩ টা ৩০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যন্সারে ভুগছিলেন। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ভোরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শিলা ইসলামের মরদেহ লন্ডনস্থ বাসায় নেয়া হবে। শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version