Site icon Jamuna Television

বাঁচা-মরার ম্যাচে কাল আফগান পরীক্ষার সামনে বাংলাদেশ

আসরে টিকে থাকার ডু আর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপের গ্রুপপর্বে দুদলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে পড়ে ফিল সিমন্স শিষ্যদের জন্য।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের সামনে। সেক্ষেত্রে, আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলের।

এই মুহূর্তে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান, দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২। নেট রানরেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আফগান ও লঙ্কানরা।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তাওহীদ হৃদয়ের পরিবর্তে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফ হাসানকে। লেগ স্পিনার রিশাদ হোসেনের বদলে দেখা যেতে পারে বাঁহাতি নাসুম আহমেদকে। এছাড়া, পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হতে পারে তাসকিন আহমেদ।

/এএম

Exit mobile version