Site icon Jamuna Television

খুলনায় হাসপাতাল থেকে চুরির ৭ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

খুলনায় ক্লিনিক থেকে চুরির ৭ ঘণ্টা পর মিলেছে নবজাতকের সন্ধান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার হয় হাসপাতাল থেকে চুরি হওয়া ওই শিশু।

পুলিশের একাধিক দলের উদ্ধার অভিযানের পর এ সন্ধান মেলে। এ সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, বারবার কন্যাসন্তান হওয়ায় এক নারী ওই ছেলে শিশুকে নিয়ে যেতে চেয়েছিলেন। পরে ব্যাপক খোঁজাখুঁজির মুখে দ্রুত রূপসা মোড়ে নবজাতককে ফেলে রেখে যান তিনি।

এর আগে দুপুরে রূপসা মোড়ের বেসরকারি হাসপাতাল ড্যাপসে-এর তৃতীয় তলা থেকে চুরি হয় শিশুটি।

/এসআইএন

Exit mobile version