Site icon Jamuna Television

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায়ে ‘রাজপথ অবরোধ’সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারীদের সহিংস আন্দোলনের বিপক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বুয়েট শিক্ষার্থীরা।

সেখানে আবারও তারা তাদের ৩ দফা দাবি তুলে ধরেন। যার অন্যতম—৯ম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া—১০ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিলসহ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার টেবিল ছেড়ে, সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে ডিপ্লোমাধারীরা। বুয়েটের শিক্ষার্থীরা জানান, মানুষকে জিম্মি করে দাবি আদায় সমর্থন করেন না তারা।

/এসআইএন

Exit mobile version