Site icon Jamuna Television

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটির তদন্ত কমিশনের তদন্তে উঠে এসেছে এই তথ্য। খবর আলজাজিরা।

পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এই গণহত্যায় উস্কানি দিচ্ছে বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি দায়ী করা হয়েছে। ৭২ পৃষ্ঠার প্রতিবেদনে, গণহত্যার দাবিকে সমর্থনের জন্য হত্যাকাণ্ডের মাত্রা, ত্রাণ প্রবেশে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুত ও ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসসহ বিভিন্ন আগ্রাসনের তথ্য তুলে ধরা হয়। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসআইএন

Exit mobile version