Site icon Jamuna Television

পুরান ঢাকার পলিথিন কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন এখনও জ্বলছে। পাশের আরও কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের সূত্রপাত বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কারখানার শ্রমিকরা।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে যাচ্ছে।

Exit mobile version