Site icon Jamuna Television

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার ঝড়। তবে এবার এশিয়া কাপে দুদলের খেলার বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘হ্যান্ডশেক বিতর্ক’। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় পাকিস্তান অধিনায়ককে সুরিয়াকুমার ইয়াদভের সঙ্গে হাত না মেলাতে বলেন।

চলমান এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে তাই অপসারণের দাবি তোলে পিসিবি। তাদের দাবি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমন খবর প্রকাশ করেছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কাছে একটি চিঠি লেখে পিসিবি। যেখানে উঠে আসে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘটে যাওয়া হ্যান্ডশেক বিতর্কের কথা। পিসিবি দাবি করে, ম্যাচ রেফারির নির্দেশেই নাকি হ্যান্ডশেক করেনি দুদলের কেউই। যা কিনা ক্রিকেটের চেতনা ও এমসিসির আচরণবিধির পরিপন্থী।

তবে আইসিসি এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছে, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই। মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই নাকি পাইক্রফটকে জানিয়েছিলেন যে টসের সময় করমর্দন হবে না।

এর আগে, ম্যাচের শুরু থেকেই দেখা যায় অস্বাভাবিক দৃশ্য। টসের সময় প্রচলিত হ্যান্ডশেক এড়িয়ে যান ভারত-পাকিস্তানের অধিনায়করা। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা।

/এএম  

Exit mobile version