Site icon Jamuna Television

মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘বাড়ির নাম শাহানা’

আগামী ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। লীসা গাজী পরিচালিত এবং আরিফুর রহমান ও বিজন প্রযোজিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে। আরিফুর রহমান তার প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড থেকে পরিবেশন করছেন।

চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী এবং আনান সিদ্দিকা। চলচ্চিত্রের মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দিকা। তার পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী সহ আরও অনেকে।

লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করেছে এই চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি ২০২৩ সালের মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছে। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার পেয়েছে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে। আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার-আপ জুরি পুরস্কার অর্জন করেছে।

এছাড়া, চলচ্চিত্রটি এনএফডিসি ফিল্ম বাজারে ‘এফবিআর বিজয়ী ২০২১’ খেতাব পেয়েছে। চ্যানেল-৪ ইউকে ২ বছরের জন্য চলচ্চিত্রটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।

পরিচালক লীসা গাজী জানান, এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করা হয়েছে। এটি বিষণ্ণ করার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।

/এসআইএন

Exit mobile version