আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ  

|

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয় দিয়ে আসরে টিকে থাকতে পারবে টাইগাররা? 

এশিয়া কাপের গ্রুপপর্বে দুদলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে পড়েছে ফিল সিমন্স শিষ্যদের জন্য।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের সামনে। সেক্ষেত্রে, আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সব বিভাগেই নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

ব্যাটার তাওহীদ হৃদয়ের পরিবর্তে দেখা যেতে পারে সাইফ হাসানকে। চার নম্বর পজিশনে হৃদয়ের জায়গায় ব্যাট করতে পারেন এই অলরাউন্ডার। করে দিতে পারেন স্পিন বোলিংও।

একাদশে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার নিয়ন্ত্রিত লাইন-লেন্থ আফগান ব্যাটারদের ভোগাতে পারে। কার পরিবর্তে নাসুমকে নেয়া হবে— শেখ মেহেদী হাসান, নাকি রিশাদ হোসেন, এটাই এখন দেখার।

এদিকে, পেস বিভাগেও রয়েছে পরিবর্তনের আভাস। বিশ্রাম কাটিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে, একাদশের বাইরে ছিটকে যেতে পারেন শরিফুল ইসলাম।

এই মুহূর্তে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শ্রীলঙ্কা। এক ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। নেট রানরেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আফগান ও লঙ্কানরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান/ রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply