Site icon Jamuna Television

‘এলডিসি থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকতে হবে’

ফাইল ছবি।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়ে সতর্ক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টের এ কথা লেখেন তিনি।

এলডিসি থেকে উত্তরণে উদ্বিগ্ন হওয়ার অনেক বিষয় রয়েছে উল্লেখ করে তারেক রহমান লেখেন, এতে অর্থনীতি ও জনগণ সরাসরি প্রভাবিত হতে পারে। এছাড়া, পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও লেখেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ভর্তুকিসহ যেসব বাণিজ্য সুবিধা দিচ্ছে তা আর পাওয়া যাবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ঝুঁকিমুক্ত থাকে, তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। পোষ্টে দেশের রিজার্ভ ও ঋণের চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version