Site icon Jamuna Television

আফগানদের সঙ্গে চার পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

এ ম্যাচে বাংলাদেশ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে রাখা হয়নি পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিবকে। দলে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামিম হোসাইন, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ:

সাদিকুল্লাহ আতাল, রাহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মন নবী, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরযাই, কারিম জান্নাত, রাশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গাজানফার, ফাজল হক ফারুকি।

/এমএইচ

Exit mobile version