Site icon Jamuna Television

ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি রুপি দেবে ভারতের নতুন স্পনসর

নতুন জার্সি স্পনসর পেলো ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ প্রতি ৪ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে অ্যাপোলো টায়ার্সের সাথে চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হচ্ছে ‘অ্যাপোলো টায়ার্স’। চুক্তি অনুযায়ী, আড়াই বছরে বিসিসিআইকে ৫শ’ ৭৯ কোটি রুপি প্রদান করবে এই টায়ার নির্মাতা কোম্পানি।

এর আগে, ভারতীয় দলের লিড স্পনসর ছিল অনলাইন জুয়ার অ্যাপ ‘ড্রিম ইলেভেন’। চুক্তি অনুযায়ী, ম্যাচ প্রতি ৪ কোটি রুপি বিসিসিআইকে দিতো তারা। তবে দেশটির সরকার সম্প্রতি অনলাইন জুয়া নিষিদ্ধ করে। এর ফলে বাতিল হয়ে যায় ড্রিম ইলেভেনের সাথে বিসিসিআইয়ের করা চুক্তি।

/এএম

Exit mobile version