Site icon Jamuna Television

এনসিএল টি-টোয়েন্টি স্থগিত

প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। মূলত বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

১৪ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও বগুড়ায় শুরু হয় এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। যদিও তিনদিনে মাত্র একটা ম্যাচ মাঠে গড়িয়েছে, রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রোর সেই ম্যাচও হয়েছে মাত্র ৫ ওভারের। বাকি সব ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বগুড়ার সব ম্যাচ রাজশাহীতে সরিয়ে একদিন বিরতি দিয়েও সুবিধা করতে পারেনি বিসিবি। অগত্যা স্থগিত করতে হলো টুর্নামেন্ট। অন্তত আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে।

/এএম

Exit mobile version