বাংলাদেশকে ১৫৪ রানে আটকে দিলো আফগানিস্তান

|

আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ জিততেই হবে টাইগারদের। জিতলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে বাংলাদেশের সামনে। হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত লিটন দাসদের।

টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ফিল সিমন্সের শিষ্যরা। দলে রাখা হয়নি পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবকে। দলে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান। ভাগ্যের সহায়তা পান দুজনই। প্রথম ওভারে ক্যাচ তুলেও বেঁচে যান সাইফ হাসান। তৃতীয় ওভারে ভাগ্য সুপ্রসন্ন হয় তানজিদ হাসানের। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৫৯।

একসময় মনে হচ্ছিল, বাংলাদেশ ১৭০-১৮০ রানের দিকে এগোচ্ছে। কিন্তু তানজিদ ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতায় দল ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রানের মাঝারি সংগ্রহ।

আফগান স্পিনার নুর আহমেদকে ছক্কা মারতে গিয়ে ইব্রাহিম জাদরানের ক্যাচে পরিণত হওয়ার আগে ৩১ বলে ৫২ রান করেন ওপেনার তানজিদ। ২৮ বলে ৩০ আসে সাইফের ব্যাট থেকে। বাকিরা কেউই ত্রিশ পেরোতে পারেননি।

১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে বাংলাদেশ মাত্র ৫০ রান তুলতে পেরেছে। এ সময় হারিয়েছে মাত্র ২ উইকেট। জাকের আলি করেন ১৩ বলে ১২ এবং নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন। আর ২০ বলে ২৬ রান করে আউট হন তাওহিদ হৃদয়।

বাংলাদেশ এর আগে একবারই আফগানদের ১৫৫-এর বেশি লক্ষ্য দিতে পেরেছে। ২০২২ সালে মিরপুরে সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

সেই ম্যাচে নাসুম আহমেদ ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। আজ তিনি বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। আজও কি হবে কিছু? প্রথম বলেই সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে (উইকেট মেইডেন) তার আভাস হয়তো দিলেন এই বাঁহাতি স্পিনার।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply