Site icon Jamuna Television

ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে ট্রাম্পের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর; যা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নজিরবিহীন ঘটনা।

সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করার কথা রয়েছে। ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন-লন্ডন ‘বিশেষ সম্পর্ক’ জোরদার হয়েছে বলে প্রচার করতে চেষ্টা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ট্রাম্পের আগমনের আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস যৌথভাবে ‘ট্রান্সআটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্পকে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। ঐতিহ্যবাহী রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সফরের সূচনা হবে, যা স্টারমারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এক ধরনের সুরক্ষা হিসেবে কাজ করবে।.

এ সফর ট্রাম্পের জন্যও মানসিকভাবে স্বস্তির। কারণ মাত্র এক সপ্তাহ আগে তার ঘনিষ্ঠ সহযোগী, রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়, যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। অন্যদিকে, স্টারমারও সাম্প্রতিক রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতে চান। গত দুই সপ্তাহে তাকে প্রথমে তার উপ-প্রধানমন্ত্রী এবং পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করতে হয়েছে—যার জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিল।

স্টারমার চান যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য ব্রিটেনকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে। বিশেষ করে আর্থিক খাত, প্রযুক্তি ও জ্বালানি খাতকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করতে চান, যাতে দেশের ভেতরে প্রয়োজনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা যায়।

এই লক্ষ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, ওপেনএআই-এর স্যাম অল্টম্যানসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। কয়েকশ’ কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি ঘোষণারও সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট আগামী চার বছরে ব্রিটেনে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

অন্যদিকে, টেক জায়ান্ট গুগলও জানিয়েছে, তারা প্রায় ৫ বিলিয়ন পাউন্ড (৬.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে, যার একটি অংশ লন্ডনের কাছে নতুন ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে।

স্টারমারের এক মুখপাত্র এ সফরকে বর্ণনা করেছেন ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে, যা বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সময়ে আসছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্টারমার তার কান্ট্রি রেসিডেন্স চেকার্সে ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন। উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এবং ম্যান্ডেলসনকে বিদায় দেয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে উঠতে ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন স্টারমার।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version