Site icon Jamuna Television

জাতিসংঘের র‌্যাংকিংয়ে জার্মানিকে সরিয়ে শীর্ষ ১০ উদ্ভাবনী দেশের তালিকায় চীন

জাতিসংঘের বার্ষিক র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে চীন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিকে সরিয়ে নেয় দেশটি।

বেইজিংয়ের প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করায় এ সাফল্য এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেশটি। ডিপসিকের মতো প্ল্যাটফর্ম তৈরি করে মার্কিন বাজারে টক্কর দিচ্ছে চীন।

তবে, ২০১১ সাল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। এর পরেই আছে সুইডেন ও যুক্তরাষ্ট্র। ১৩৯টি অর্থনীতির মধ্যে ৭৮টি সূচকের ভিত্তিতে করা গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই)-এ এবার ১০ম স্থানে রয়েছে চীন।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version