Site icon Jamuna Television

নগর পরিচ্ছন্নতায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট নিয়োগ দিয়েছে চীন

নগর পরিচ্ছন্নতায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট নিয়োগ দিয়েছে চীন। স্বয়ংক্রিয়ভাবেই রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিস্কার করা সম্ভব। ফলে, ২৪ ঘণ্টাই শহর থাকবে ঝকঝকে তকতকে। শুধু সড়ক নয়, জলাধার পরিস্কারেও ব্যবহৃত হচ্ছে এসব স্মার্ট ক্লিনিং ডিভাইস।

বর্তমানে পরীক্ষামূলকভাবে পরিচ্ছন্নতার কাজ করবে স্বয়ংক্রিয় এই রোবট গুলো। তবে শীঘ্রই বৃহৎ পরিসরে মোতায়েন করা হবে যন্ত্রগুলো। এআই ভিত্তিক স্যানিটেশন রোবট গুলো পূর্বনির্ধারিত রুটে স্বয়ংক্রিয়ভাবে আবর্জনা পরিষ্কার এবং নিষ্কাশন করতে পারে।

মাঝারি আকৃতির রবোট গুলো রাস্তায় ময়লা আবর্জনা শনাক্ত করে তা পরিষ্কার করে। শুধু শুকনো ময়লাই না, কাদা মাটিও পরিষ্কার করতে পারে এটি নিমেশেই।

আরবান স্টুয়ার্ড প্রজেক্টের জেনারেল ম্যানেজার লিন সংইউয়ান বলেন, এই মানবহীন রোবোটিক ডিভাইসগুলো ক্লাউডে পরিচালনা করা হয়। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি। ডিভাইসের অবস্থান, নির্দিষ্ট এলাকায় এটি তার কাজ সম্পন্ন করেছে কিনা এগুলো পরিচালনা করা সম্ভব।

ক্রমশ বাড়ছে এই রোবটের ব্যবহার। শুধু রাস্তায় নয় লেকের পানিও পরিষ্কার করা হচ্ছে রোবট দিয়ে। আগে যা করতে মানুষের সময় লাগত বহু সময়, না কয়েক মুহুর্তেই করে ফেলছে এই যন্ত্র।

পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে চীনের নতুন এই উদ্ভাবনী স্মার্ট ক্লিনিং রোবট গুলো। তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি ব্যবহার করা যায় আধুনিক এসব রোবট তবে দ্রুতই আসবে বড় পরিবর্তন এমনটিই মনে করছেন উদ্যোক্তারা।

সূত্র: ব্যাসটাইল পোস্ট গ্লোবাল।

/এআই

Exit mobile version