Site icon Jamuna Television

ইকুয়েডরে সরকারি ভর্তুকি বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সরকারি ভর্তুকি বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিক্ষোভ সমাবেশ ও আন্দোলন করছে দেশটির নাগরিকরা। এ সময় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে কৃষি, ভারী পরিবহন এবং যাত্রীবাহী যানবাহনে প্রদত্ত ১১০ কোটি ডলারের ডিজেল ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এর ফলে ডিজেলের দাম প্রতি গ্যালনে ১ ডলার বেড়ে যায়। এরই জেরে বিক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা, উত্তাল হয়ে ওঠে সারাদেশ।

পরবর্তীতে, দেশটির প্রেসিডেন্ট সাতটি প্রদেশে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। এর মাধ্যমে প্রদেশগুলোতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

/এএইচএম

Exit mobile version