Site icon Jamuna Television

ময়মনসিংহে অপহরণের একদিন পর দুই পোশাক শ্রমিককে উদ্ধার

ময়মনসিংহে অপহরণের একদিন পর দুই পোশাক শ্রমিককে উদ্ধার করেছে র‍্যাব। আটক করা হয়েছে ৮ জনকে।

দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গেল মঙ্গলবার কর্মস্থল থেকে ফেরার পথে ত্রিশালের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই পোশাক শ্রমিক অপহৃত হয়। পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অভিযানে নামে র‍্যাব।

ত্রিশাল বাসস্ট্যান্ডের পাশে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে উদ্ধার করা হয় দুই জনকে। আটক করা হয় চক্রের ৮ সদস্যকে।

Exit mobile version