Site icon Jamuna Television

মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানোর ‘বোন গ্লু’ আবিষ্কারের দাবি চীনা বিজ্ঞানীদের

চীনা গবেষকরা দাবি করেছেন, তারা এমন একটি চিকিৎসা ‘বোন গ্লু’ তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটে হাড়ের ভাঙা অংশ ও টুকরো একত্রে জোড়া লাগাতে সক্ষম। দীর্ঘদিন ধরে ফ্র্যাকচার সারাতে এবং অর্থোপেডিক যন্ত্রপাতি স্থায়ীভাবে বসাতে কার্যকরী ‘বোন গ্লু’র প্রয়োজনীয়তা চিকিৎসা বিজ্ঞানে ‘হলি গ্রেইল’ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে, চীনা বিজ্ঞানীরা সেই সমস্যার সমাধান বের করতে সক্ষম হয়েছেন।

‘বোন-০২’ নামে এই বিশেষ গ্লু বুধবার (১০ সেপ্টেম্বর) পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে উন্মোচন করেছে গবেষক দলটি। গবেষণা দলের নেতৃত্বে থাকা স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং জানিয়েছেন, পানির নিচে ঝিনুক যেভাবে সেতুর সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে, তা দেখে তিনি এ গ্লু তৈরির অনুপ্রেরণা পান।

লিন জিয়ানফেং-এর মতে, এই গ্লু মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই সঠিকভাবে হাড়কে স্থিরভাবে জোড়া লাগাতে সক্ষম, এমনকি চলমান রক্তক্ষরণ অবস্থাতেও কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হাড় সেরে ওঠার সময় এই গ্লু প্রাকৃতিকভাবে শরীরে শোষিত হয়ে যায়। ফলে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে ইমপ্ল্যান্ট অপসারণের প্রয়োজন হয় না।

সূত্র: টাইমস নাউ, এনডিটিভি নিউজ।

/এআই

Exit mobile version