ব্রুনো লেজ বরখাস্ত, বেনফিকায় ফিরতে পারেন মরিনহো

|

ম্যাচ হারার কারণে আকস্মিকভাবে কোচ ব্রুনো লেজকে বরখাস্ত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। বুধবার (১৭ সেপ্টেম্বর) ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে কোচের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ক্লাবটির প্রেসিডেন্ট রুই কস্তা।

সর্বশেষ আজারবাইজানের ক্লাব কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হারে বেনফিকা। এই অপ্রত্যাশিত হারের পর কোচকে বহিষ্কার করলো পর্তুগিজ ক্লাবটি।

নতুন কোচের নাম অফিশিয়ালি ঘোষণা না করলেও আগামী ম্যাচের আগেই দলের শিবিরে নতুন কোচকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন কস্তা। তবে ধারণা করা যাচ্ছে, অক্টোবরের অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন রুই কস্তা।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম অবশ্য জানিয়েছে, কোচ হোসে মরিনহোর সাথে আলোচনা চলছে বেনফিকার। গত আগস্টে তুরস্কের ক্লাব ফেনেরবাচের কোচের চাকরি হারান ‘স্পেশাল ওয়ান’।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply