Site icon Jamuna Television

‘ফেরেশতে’ সিনেমায় কবি পিয়াস মজিদের গান

'ফেরেশতে' সিনেমার একটি দৃশ্য।

দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’ সিনেমা। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে গান লিখেছেন কবি পিয়াস মজিদ।

সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প উঠে এসেছে ‘ফেরেশতে’ সিনেমায়। এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে অনল সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদের একজনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটি নির্মাণের পর থেকেই ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ এর উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসা পায়।

ছবিটিতে রয়েছে কবি পিয়াস মজিদের গান। এটি সিনেমায় লেখা প্রথম গান হলেও এর আগে তার লেখা গান গেয়েছেন পালবাশা সিদ্দিকসহ আরও অনেকে।

‘ফেরেশতে’র গানের প্রথম দুই লাইন এমন– ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, তুমি পাইবা তোমার খোদা রে’। পিয়াস মজিদের পাশাপাশি গানটি যৌথভাবে লিখেছেন নীহার আহমেদ।

সুফি ও দেহতত্ত্বের গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)।

ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলা অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।

মুরতাজা আতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমার প্রযোজনার দায়িত্বে আছেন সুমন ফারুক, আর সহ-প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।

/এএম

Exit mobile version