Site icon Jamuna Television

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বৃদ্ধি

ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় চাকসু নির্বাচন কমিশন।

এর আগে, সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা কার্যক্রম শুরু হয়। সেইসাথে, বাধ্যতামূলকভাবে প্রার্থীদের ডোপ টেস্টের রশিদও জমা নেয়া হয়। এ সময়, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর আবেদন জানান। পরে, নির্বাচন কমিশন তাদের আবেদন মঞ্জুর করায় আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এখন পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ১ হাজার ৮৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজে মজেছেন সংশ্লিষ্ট সকলে। এর আগে, সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।

/এএইচএম

Exit mobile version