Site icon Jamuna Television

মেসির গোলে জয়ে ফিরলো মায়ামি

আগের দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। সেই দুই ম্যাচে জয় বঞ্চিত ছিল ইন্টার মায়ামিও। অবশেষে লিওনেল মেসির দুর্দান্ত গোলে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে তার দল।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন মেসি।

ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই সিয়াটলকে চাপে রাখে মায়ামি। ম্যাচের ১২ মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন জর্দি আলবা। গোলটিতে অ্যাসিস্ট করেন এলএমটেন। ম্যাচের ৪১ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ লিড এনে দেন লিওনেল মেসি।

বিরতির পর আরও একটি গোল পায় মায়ামি। খেলার ৫২ মিনিটে তৃতীয় গোলটি করেন ইয়ান ফ্রে। অপরদিকে, সিয়াটলের হয়ে একমাত্র গোলটি করেন ওবেদ ভার্গাস।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে এই সাউন্ডার্সের কাছেই ৩-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। আজকের এই জয়ের মাধ্যেমে ফাইনাল হারের প্রতিশোধ নিলো হাভিয়ের মাচেরানোর দল।

/এএম

Exit mobile version