র‍্যাঙ্কিংয়েও আফগানিস্তানকে টপকে গেলো টাইগাররা

|

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও আফগানদের টপকে গেছে টাইগাররা। বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন নবম স্থানে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২২। আফগানিস্তানেরও রেটিং পয়েন্ট সমান, তবে ভগ্নাংশে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে অন্য কোনো দেশের অবস্থানে পরিবর্তন হয়নি। পাকিস্তান ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। একই পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে আছে শ্রীলঙ্কা। তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত, তাদের রেটিং পয়েন্ট ২৭১।

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং নেমে যায় নবমে। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ ওভারের তিনটি সিরিজে জয় এবং এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে লিটন দাসের দল র‌্যাঙ্কিংয়ে ফিরতি পথ খুঁজে পায়।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান এগিয়ে আছে। দুই দলের ১৩টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, আফগানিস্তান ৭টি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply