Site icon Jamuna Television

বলিভিয়ায় বকেয়া ভাতার দাবিতে ছাদে উঠে কয়েদিদের বিক্ষোভ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভিনব কায়দায় বিক্ষোভ করেছে কারাগারের কয়েদিরা। সরকারের কাছে দৈনিক খাবারের বকেয়া ভাতার দাবিতে এই প্রতিবাদ জানায় তারা। খবর ইউরো নিউজের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশটির রাজধানী সান পেদ্রো কারাগারের ছাদে উঠে পড়ে বন্দিরা। দাবি জানিয়ে স্লোগান দেয় তারা। হাতে বড় ব্যানারও দেখা যায়। সেখানে লেখা ছিল– ‘ছয় মাস ধরে দৈনিক ভাতা নেই, ক্ষুধার কারণে কষ্ট হচ্ছে।’

বলিভিয়ায় সকাল ও দুপুরের খাবারের জন্য সরকারের দেয়া অর্থের ওপর নির্ভরশীল কয়েদিরা। কিন্তু গত ছয় মাস ধরে দেয়া হচ্ছে না এই ভাতা। প্রাপ্য অর্থের দাবি আদায়ে তাই বিক্ষোভের পথ বেছে নিয়েছে বন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কারাগারে এবং আশপাশের এলাকায়।

/এএম

Exit mobile version