Site icon Jamuna Television

সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জামায়াত নেতা মুজিবুরের

সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতমূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জামায়াতের এ নেতা।

সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে।

এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং ২০২৫ সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখা।

এ সময় জামায়াতের নায়েবে আমির সতর্ক করে বলেন, এ প্রস্তাব মানা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের দাবি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি দেশের সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর।

এ ধরনের নিয়োগ বাতিলের দাবি ‘সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলেও মনে করছে আইন ও সালিশ কেন্দ্র।

/এমএন

Exit mobile version