
‘স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা–সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ড পেয়েছে স্টারকম। ডিজিটাল ক্যাটাগরিতে এই পুরষ্কার পায় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে স্টারকম বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সারাহ আলী বলেন, এই পুরস্কারটি দেশের জন্য একটি গর্বের বিষয়। এটি শুধু আমাদের ডোলের সৃজনশীলতা নয়, বরং শক্তিশালী গল্প বলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষমতাকে প্রমাণ করে।
স্টারকম বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ডিরেক্টর রবিউল হাসান সজিব বলেন, সংবাদের মূল বিষয়বস্তু কি পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে? ক্যাম্পেইনে এমন প্রশ্ন রাখা হয়েছিল। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা সৃজনশীলভাবে ফোনটির বিশেষ ফিচারগুলো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি। পাশাপাশি ফোনটির উল্লেখযোগ্য এআই পাওয়ারড রিয়েল টাইম সামারাইজেশন এবং উন্নত প্রযুক্তির ব্যবহার দেখিয়েছি।
প্রসঙ্গত, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এজেন্সি স্টারকম বাংলাদেশ হচ্ছে গ্লোবাল স্টারকম নেটওয়ার্ক এবং বিটপী গ্রুপের একটি অংশ। প্রতিষ্ঠানটি মিডিয়া প্ল্যানিং, বায়িং ও ৩৬০° মার্কেটিং সলিউশ্যনের জন্য পরিচিত।
/আরএইচ



Leave a reply