Site icon Jamuna Television

পোষ্য কোটাসহ ৩ দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের আলটিমেটাম, সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা

ফাইল ছবি।

পোষ্য কোটা পুনর্বহালসহ ৩ দফা দাবি আদায়ে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

সেখানে বলা হয়, কালকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো মেনে না নিলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা।

তাদের তিনটি দাবি হলো— অবিলম্বে পোষ্য কোটা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সকল প্রশাসক প্রথা বাতিল এবং সকল শিক্ষকের জন্য ব্যক্তিগত চেম্বারের সুব্যবস্থা নিশ্চিত ও শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি।

/এমএইচ

Exit mobile version