Site icon Jamuna Television

দেশে ফিরলেন দুই সন্তানসহ ভারতে আটক থাকা নারী

দীর্ঘদিন ভারতে আটক থাকার পর মুক্তি পেয়ে দুই সন্তান নিয়ে দেশে ফিরেছেন রাজিয়া আক্তার নামে এক বাংলাদেশি নারী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে মা-বাবাসহ স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজিয়া আক্তার। তিনি জানান, বিয়ের পরই স্বামীর সাথে ভারতে যান তিনি। সেখানেই জন্ম হয় তার প্রথম সন্তান মাজেদার। করোনা সময়ে দেশে ফিরে আসেন রাজিয়া।

এরপর দালালের মাধ্যমে আবার যান ভারতে। সেখানে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান রাব্বি। স্বামী সন্তান নিয়ে ভালই কাটছিলো তাদের দিন।

রাজিয়া আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে বাংলাদেশিদের ওপর দমনপীড়ন শুরু হয়। স্বামী সন্তানসহ আটক করা হয় তাদের।

বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরতে পারলেও তার স্বামী এখন আটক আছেন ভারতের বেঙ্গালুরুতে।

/এমএইচআর

Exit mobile version