Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা ক‌রেসপন‌ডেন্ট:

সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদরা সীমান্তের তেঁতুলতলা নামক স্থান থেকে এই ডলার উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যে বিজিবি জানতে পারে সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচার হবে। বিজিবি আগে থেকেই তৎপর ছিল।

সীমান্তের দিকে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে, সেসময় হাতে বহনকারী একটি পলিথিন ব্যাগ ফেলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

এসময় তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে একশো ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় ৩৬ লাখ ৩৭ হাজার দুইশো টাকা।

আইনি কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে ডলারগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচআর

Exit mobile version