Site icon Jamuna Television

নির্বাচন বাতিলের দাবিতে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী

ফরিদপুর প্রতিনিধি:

প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কের ফুটপাতে মুখে কালো কাপড় বেধে জোটের নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবি সম্পাদক অরুণ কুমার শীল, আজাদ আবুল কালাম, কানাই গাঙ্গুলী,বেলায়েত হোসেন, আব্দুল কাদের আজাদ প্রমুখ।

বক্তারা ৩০ ডিসেম্বরের জনগণের ভোটাধিকার হরণ করার প্রহসনের নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি জানান। তারা দাবী করেন, গত ৩০ তারিখের নির্বাচনই প্রমাণ করে আপাতত কোন দলীয় সরকারের অধীনের নির্বাচনের অবস্থায় দেশ নেই।

Exit mobile version