Site icon Jamuna Television

নির্বাচন বাতিলের দাবিতে মৌলভীবাজারে বাম জোটের কর্মসূচি পালন

মৌলভীবাজার প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির ভোট ডাকাতির অভিযোগ এনে বক্তারা বলেন, এই নির্বাচন কোটি কোটি ভোটারদের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রহসনের এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুররায় নির্বাচন দেয়ার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান মগনু, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব মুজাহিদ ইসলাম। কর্মসূচিতে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version