Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল বারেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি বারেক মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বারেক হক পার্শ্ববর্তী কার্পাশডাঙ্গা মিশনপাড়ার মৃত আবদুল গনি শেখের ছেলে।

পুলিশ জানায়, গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে মুক্তারপুর এলাকায় বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেয় পুলিশও। গুলিবিদ্ধ হয়ে নিহত হন বারেক। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version