Site icon Jamuna Television

নবনির্বাচিত এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফাইল ছবি

একাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর নবনির্বাচিত এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল; এবার শপথ না নিয়ে সেই একই ভুল করছে। এসময় তিনি বলেন, নির্বাচনে যেমন বড় জয় এসেছে ঠিক তেমনি মন্ত্রী সভায় কিছু চমকও থাকবে।

Exit mobile version