Site icon Jamuna Television

আশুলিয়া ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারের আশুলিয়া ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

পুলিশ জানায়, আশুলিয়ার জিরাবো ঘোষবাগ এলাকায় সকালে বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশা চালক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান মৌসুমি আক্তার নামে এক নারী। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক।

এদিকে, নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

Exit mobile version