তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জনপদ পঞ্চগড়ের ওপর দিয়ে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর অঞ্চলের অন্যান্য জেলা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে হতদরিদ্র মানুষ। বেড়েছে শীত জনিত রোগের প্রকোপ। শৈত্য প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

