Site icon Jamuna Television

মন্ত্রিসভায় যাবে না জাতীয় পার্টির কোন এমপি: এরশাদ

একাদশ জাতীয় সংসদেও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি, তবে কোন সংসদ সদস্য এবার মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারবে না। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান এরশাদ, সংসদের বিরোধী দলীয় উপনেতা হবেন কো- চেয়ারম্যান জি এম কাদের। এবার শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় জাতীয় পার্টি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Exit mobile version